ভুয়ো রাসায়নিক সার এর হদিশ মিললো বাঁকুড়ায়

21st September 2021 6:21 pm বাঁকুড়া
ভুয়ো রাসায়নিক সার এর হদিশ মিললো বাঁকুড়ায়


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  এবার ভুয়ো রাসায়নিক সারের অভিযোগ উঠল বাঁকুড়ায় । রাসায়নিক সার জলে দিলেই বেরিয়ে আসছে বালি অভিযোগ কৃষকদের ।

সিমলাপালের কুকড়াকোন্দর এলাকায় চাষীদের দাবী রাসায়নিক সার নিয়েছে স্থানীয় বাজারে কিন্তু এই রাসায়নিক সারের ভেজাল মেশানো রয়েছে। তারা জমিতে তা প্রয়োগ করেছে কিন্তু তারপরে দেখা যায় যে পরশ রাসায়নিক সার সেটি তে বালি মিশানো আছে। স্থানীয় কৃষকরা কৃষি অধিকর্তা কে বিষয়টি নিয়ে জানায়। ও কৃষকদের দাবী যে রাসায়নিক দোকান থেকে তারা নিয়েছে পরশ সে গুলিকে ফেরৎ নিতে হবে ও উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

মূলত যে রাসায়নিক সার বিক্রি করা হচ্ছিল এই সমস্ত দোকান থেকে সেই সমস্ত রাসায়নিক সারে রঙিন আবির মেশানো হয়েছে এবং রাসায়নিক সার জলে ধুওয়া হলে তার মধ্য থেকে রং আলাদা হয়ে বালি কনা বেরিয়ে আসছে।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।